![]() |
ত্রিশের দশকের বাঙালি কবি |
সাহিত্যে অবদান রাখার জন্য ১৯৬৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৮০ সালে একুশে পদক পান আবুল হোসেন। ত্রিশের দশকে লেখালেখি শুরু, চল্লিশের দশকের গুরুত্বপূর্ণ বাঙালি কবি ছিলেন আবুল হোসেন।
তার প্রথম কাব্য গ্রন্থ নববসন্ত প্রকাশিত হয় ১৯৪০ সালে। এছাড়াও তার প্রকাশিত বইগুলির মধ্যে রয়েছে:
• বিরস সংলাপ
• হাওয়া তোমার কি দুঃসাহস
• দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে
• এখনও সময় আছে
• আর কিসের অপেক্ষা
• রাজকাহিনী
• দুঃস্বপ্নের কাল
• কালের খাতায়
আবুল হোসেন ১৯২২ সালের ১৫ আগস্ট বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আরুয়াডাঙা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। হোসেনের পৈতৃক নিবাস খুলনা জেলার রুপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামে। তার শৈশব কাটে পশ্চিমবঙ্গের কৃষ্ণ নগরে। তিনি কবিতাচর্চা শুরু করেছিলেন স্কুল জীবন থেকে। পরবর্তী সময়ে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির কার্যকরী পরিষদ, পাকিস্তান রাইটার্স গিল্ডের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। রবীন্দ্র চর্চাকেন্দ্রের সভাপতিও ছিলেন।
ত্রিশের দশকের এই কবি সম্পর্কে আপনার অভিমত জানতে চাই।