![]() |
সাহিত্যাঙ্গনের প্রতিভাবান লেখকদের কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে প্রতি বছর আয়োজিত হয় ‘ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার’। উক্ত আয়োজনের অংশ হিসাবে আগ্রহী লেখক ও সাহিত্যিকদের ২০২৩ সালের জানুয়ারি ১ থেকে ডিসেম্বর ৩১ তারিখের মধ্যে প্রকাশিত মৌলিক সাহিত্যটি জমা দিতে অনুরোধ করা হয়েছিলো। নির্বাচিত বইগুলো নিয়ে আজ শুক্রবার ৪ জুলাই ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিজয়ীরা হলেন:
• উম্মে ফারহানা - টক টু মি (গল্পগ্রন্থ)- ঐতিহ্য
• আমিনুল ইসলাম ভূইয়া-প্লেটো প্রবেশিকা- পাঠক সমাবেশ
• ধ্রুব এষ - আমাদের পরাবাস্তব টাউনের দিনরাত্রি (উপন্যাস)- বিদ্যাপ্রকাশ
• আজীবন সম্মাননা - হাসনাত আব্দুল হাই
প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ নিয়ে মননশীল শাখা এবং কবিতা ও কথাসাহিত্য নিয়ে সৃজনশীল শাখা- এ দুই সাহিত্যিক শ্রেণিতে বিজয়ী লেখকরা পাবেন ২ লাখ টাকা। তরুণ সাহিত্য পুরস্কার বিজয়ী পাবেন ১ লাখ টাকা। এবারে নতুন সংযোজন করা হলো 'আজীবন সম্মাননা'। এই বিভাগে সম্মানী হিসেবে ৫ লাখ টাকা দেওয়া হবে। অনুষ্ঠান শেষে সবার হাতে পুরষ্কার, সনদ এবং নগদ অর্থ চেক প্রদান করা হয়।