বলিউড কিং শাহরুখ খান সম্পর্কে আমাদের অনেক কৌতুহল। শুধুমাত্র অভিনয় নয়, বইয়ের প্রতিও রয়েছে তার বিশেষ ভালোবাসা। আপনি জানবে অবাক হবেন শাহরুখ খানের বাসায় প্রায় পনের থেকে বিশ হাজার বই আছে। আমি গিয়ে দেখে আসিনি, তার ইন্টারভিউ থেকে শোনা তার মুখেই! অবশ্য দেখে আসতে পারলে এই ক্ষুদ্র জীবন ধন্য হয়ে যেতো এটা স্বীকার করতেই হবে!
আমি শাহরুখ খানের পাগল পাগল ফ্যান নয়। শাহরুখ খানের দুর্দান্ত অভিনয় প্রতিভা, হিউমার, হাসির সাথে সাথে তার বইয়ের রেকমেন্ডেশন লিষ্ট'ও আমার অতি পছন্দের।
টুইটারে শাহরুখ খান প্রায়ই বই নিয়ে কথা বার্তা বলে থাকে। ইউটিউবে তার ইন্টারভিউ বা পডকাস্ট শুনলেও জানতে পারবেন তার বইপ্রীতির কথা। আর্টেমিস ফাউল আর হ্যারি পটার তার বেশ পছন্দের এটা তার টুইটার থেকেই জানা। তাহলে এখন আপনারাই বলুন, শাহরুখ খানকে একদম নিজের বলে মনে হবে না কেন ?
ফ্যান্টাসি পাগল, নার্ডি চার্মিং একটা ছেলে পায়ের ওপর পা তুলে বই পড়ছে। স্টার অফ দ্যা স্টারসের প্রিয় বই সম্পর্কে আপনার জানতে ইচ্ছে করে না?
কিং খানের প্রিয় পাঁচটি বই নিয়ে ফিচার পড়ুন আমাদের ওয়েবসাইটে
আমাদের আজকের পর্ব শাহরুখ খানের প্রিয় পাঁচটি বই নিয়ে:-
• The History of Love
• The Bourne Identity
• Atlas Shrugged
• Leonardo da Vinci
• Artemis Fowl