ডোনাল্ড ট্রাম্পের প্রিয় বই


 

এরিখ মারিয়া রেমার্কের বিখ্যাত "অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ণ ফ্রন্ট" বইয়ের সেই লাইনগুলো মনে পড়ে? যুদ্ধের প্রথম বোমাটা ঠিক হৃদয়ের মধ্যেই পড়ে, গুড়িয়ে দেয় সমস্ত চেতনা আর মানবিক মূল্যবোধ। 


আমাদের মধ্যে অনেকে আছেন, যাদের কাছে যুদ্ধ খুব প্রিয়। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে হয় তেমনি একজন মানুষ। যে নিজের শান্তি বজায় রাখতে চায় গোটা বিশ্বকে যুদ্ধে লেলিয়ে দিয়ে। তাইতো "অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ণ ফ্রন্ট" বইটি ট্রাম্পের প্রিয় বই। কিন্তু তার কি বইয়ের শেষ দৃশ্যোর কথা মনে নেই? 



ট্রাম্প নিজে দাবি করেন যে তিনি বই পড়েন, তবে তিনি প্রচলিতভাবে একজন "বইপ্রেমী" নন। ব্যবসা, সফলতা এবং আত্মউন্নয়নমূলক কিছু বই পড়ার কথা বলেছেন। তার পছন্দের তালিকায় যে বইগুলোর কথা উল্লেখ করেছেন, তার মধ্যে রয়েছে:


Daughter of the Heartland





• All Quiet on the Western Front


Dare to Fly




Taken for Granted





Restoring Our Republic





• The Long Game





Previous Post Next Post