স্বদেশ এখন মানচিত্রে আঁকা
সুশ্রী রঙিন পতাকায় লেখা,
তবু খুঁজে ফিরি সবার স্বদেশ
জানি না সে চাওয়া কবে হবে শেষ।
– আহমদ রফিক
সেই চাওয়া শেষ হয়েছে হয়তো। কারণ আজ রাত ১০ টা ১২ মিনিটে ভাষাসংগ্রামী আহমদ রফিক বারডেম হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বাঙালির বড় অর্জন ভাষা আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে ওই সময় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আহমদ রফিকের নাম। বাংলা একাডেমি, একুশে পদক সহ বহু পুরষ্কারে ভূষিত এই লেখক পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।