আমেরিকায় পোয়েট লরিয়েট হলো বিশিষ্ট ও সম্মানজনক একটা সরকারি পদমর্যাদা যা ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যানের প্রশাসনের অধীনে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর, তৎকালীন রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যান পাবলিক ল' ৯৯-১৯৪ এ স্বাক্ষর করেন, যা আনুষ্ঠানিকভাবে "আমেরিকান পোয়েট লরিয়েট" পদটি প্রতিষ্ঠা করে। মূলত আমেরিকার শীর্ষ কবি হিসেবে মনোনীত হওয়ার জন্য সম্মানিত এই কবি কংগ্রেসের লাইব্রেরির (এলসি) জন্য কিছু হালকা দায়িত্ব পালন করেন। যদিও এর প্রাথমিক প্রস্তাবনার শুরু হয়েছিল ১৯৩৬ সালে আর্চার এম. হান্টিংটনের বদান্যতায় লাইব্রেরি অফ কংগ্রেসে প্রতিষ্ঠিত "চেয়ার অফ পোয়েট্রি" পদটির মাঝে। বিংশ শতাব্দীর বেশ কিছু বিশিষ্ট আমেরিকান কবি এই চেয়ারে অধিষ্ঠিত ছিলেন। এই পদটি আনুষ্ঠানিকভাবে আমেরিকার শীর্ষ কবি হিসেবে স্বীকৃত এবং এর সাথে মূলত লাইব্রেরি অফ কংগ্রেসের সাথে সম্পর্কিত দায়িত্ব জড়িত থাকে।
লাইব্রেরি অব কংগ্রেস(এলসি) মূলত আমেরিকার প্রায় ২২৫ বছরের পুরোনো একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এটি আমেরিকার কংগ্রেসকে পরিষেবা পরিবেশনকারী গবেষণা গ্রন্থাগার এবং এটি আমেরিকার জাতীয় গ্রন্থাগার। এটিকে আমেরিকার প্রাচীনতম যুক্তরাষ্ট্রীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে ধরা হয়। গ্রন্থাগারটি ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে অবস্থিত। লাইব্রেরি অব কংগ্রেস বিশ্বের বৃহত্তম গ্রন্থাগারসমূহের মধ্যে একটি, আমেরিকার প্রকাশিত বিপুলসংখ্যক বই এখানে সংরক্ষিত আছে।
১৯৮৫ সালের পরে প্রথম সরকারী পোয়েট লরিয়েট ছিলেন রবার্ট পেন ওয়ারেন, যিনি ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। এরপর থেকে, রিচার্ড উইলবার, রিচার্ড উইলবার, হাওয়ার্ড নেমেরভ, রিটা ডোভ, টেড কুসার, ডোনাল্ড হল, ডব্লিউ. এস. মারউইন, ফিলিপ লেভাইন ,লুইস গ্লুক, বিলি কলিন্স, নাতাশা ট্রেথওয়ে সহ বেশ কয়েকজন খ্যাতিনামা কবি এই পদে অধিষ্ঠিত ছিলেন, যা আমেরিকান কাব্যিক কণ্ঠকে বিস্তৃত করেছেন।
মার্কিন পোয়েট লরিয়েট সাধারনত এক বছরের জন্য আমেরিকার সরকারি কবি হিসেবে কাজ করেন। বর্তমানে (সেপ্টেম্বর ২০২৫), লেখক ও অনুবাদক আর্থার সি এই পদে অধিষ্ঠিত আছেন। তিন বছর ধরে দায়িত্বে থাকা "এডা লিমনের" স্থলাভিষিক্ত হলেন তিনি। তিনি আমেরিকার ২৫তম পোয়েট লরিয়েট। ১৫ সেপ্টেম্বর এক ঘোষণার মাধ্যমে লাইব্রেরি অব কংগ্রেস তাকে এ সম্মান প্রদান করেন। পোয়েট লরিয়েটের মূল উদ্দেশ্য হলো কবিতা পাঠ এবং লেখার প্রতি জাতীয় চেতনা বৃদ্ধি করা এবং কবিতার মাধ্যমে জাতীয় অভিজ্ঞতা তুলে ধরা।
এই পদটি আমেরিকার জাতীয়, সাহিত্যিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে। পোয়েট লরিয়েট বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতে কবিতাকে ব্যবহার করে মানুষকে একত্রিত করার এবং একটি শক্তিশালী বার্তা দেওয়ার সুযোগ পান এবং আমেরিকান চেতনা ও অভিজ্ঞতার ধারনা বিশ্বে প্রচার করার সুযোগ পেয়ে থাকেন।
লেখা: শুভ্র মামুন