অআকখ এবং জাতীয় গ্রন্থকেন্দ্র -এর যৌথ উদ্যোগে পাঠচক্র

অআকখ এবং জাতীয় গ্রন্থকেন্দ্র -এর যৌথ উদ্যোগে পাঠচক্র

 


অআকখ কার্যক্রম শুরুর প্রথম থেকে পাঠচক্র আয়োজনের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। নিয়মিত সবুজ ঘাসে আড্ডার পাশাপাশি এখন থেকে প্রতি মাসে জাতীয় গ্রন্থকেন্দ্র এর সাথে যৌথ উদ্যোগে পাঠচক্র আয়োজন করবে সংগঠনটি। প্রতি মাসের নিষিদ্ধ দিনে নিষিদ্ধ বই নিয়ে থাকবে আলোচনা। উক্ত আয়োজনে উপস্থিত থাকবেন একজন অতিথি লেখক অথবা গবেষক। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত। 


সম্প্রতি সময়ে গ্রন্থকেন্দ্রের আয়োজনে স্কুল কলেজ পর্যায়ে বুক রিভিউ প্রতিযোগিতা সহ নানামুখী উৎকর্ষ মূলক কার্যক্রম চলমান রয়েছে। তারাই ধারাবাহিকতায় অআকখ এর সাথে যৌথ উদ্যোগে থাকছে পাঠচক্র আয়োজন। অআকখ এবং জাতীয় গ্রন্থকেন্দ্র -এর যৌথ উদ্যোগে পাঠচক্রের প্রথম পর্বের আয়োজন থাকছে শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন নিয়ে। "প্রদোষে প্রাকৃতজন" মূলত এই অঞ্চলে যখন হিন্দু শাসনের শেষে মুসলিম শাসনের সূচনা হচ্ছে, ঠিক সেই সময় নিয়ে লেখা উপন্যাস। উপন্যাসে সাম্প্রদায়িকতার চেয়ে বড় সাধারণ মানুষ কী ভাবছে। নির্দিষ্ট ভূখন্ডে নতুন ধর্ম, নতুন চিন্তা ও বদলে যাওয়া শাসকদেরকে কেন্দ্র করে সাধারণ কিছু জীবন ঘুরপাক খাচ্ছে ইতিহাসের কালস্রোতে। উঠে এসেছে প্রান্তিক মানুষের গল্প।

একদম ঘরোয়া আড্ডার আদলেই হবে এই আড্ডা। তবে বই নিয়ে আলোচনা করে সেরা পাঠ আলোচক পাবেন বই উপহার। আর চমক হিসেবে আমাদের আলোচনা শুনতে এবং পাঠকদের কোন প্রশ্ন থাকলে তার উত্তর দিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক আহমাদ মোস্তফা কামাল এবং গ্রন্থকেন্দ্রে পরিচালক, লেখক ও অনুবাদক আফসানা বেগম। সুতরাং আর দেরি কেন আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন।



তারিখ: ১৭ আগস্ট, ২০২৫

স্থান: জাতীয় গ্রন্থকেন্দ্র ভবন (গুলিস্তান মাজার সংলগ্ন)

যোগাযোগঃ ০১৫৭৫৭৯৩৫৯৪ (সাগর-অআকখ)

Previous Post Next Post