রমা চৌধুরী, একাত্তরের বীরাঙ্গনা

রমা চৌধুরী 

 

রমা চৌধুরী, একাত্তরের বীরাঙ্গনা। ১৯৭১ সালের ১৩ মে ভোরে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিজ বাড়িতে নির্যাতনের শিকার হন। সম্ভ্রম হারানোর পর পাকিস্তানি দোসরদের হাত থেকে পালিয়ে পুকুরে নেমে আত্মরক্ষা করেছিলেন। সেইসব নির্যাতনের ঘটনা একাত্তরের জননী নামক গ্রন্থে প্রকাশ করেন তিনি।


স্বাধীনতার পরে ২০ বছর তিনি লেখ্যবৃত্তিকে পেশা হিসেবে নিয়েছেন। প্রথমে তিনি একটি পাক্ষিক পত্রিকায় লিখতেন। বিনিময়ে সম্মানীর বদলে পত্রিকার ৫০টি কপি পেতেন। সেই পত্রিকা বিক্রি করেই চলত তার জীবন-জীবিকা। পরে নিজেই নিজের লেখা বই প্রকাশ করে বই ফেরি করতে শুরু করেন। প্রবন্ধ, উপন্যাস ও কবিতা মিলিয়ে বর্তমানে তিনি নিজের ১৮টি গ্রন্থ প্রকাশ করেছেন।


উল্লেখযোগ্য বই:


• একাত্তরের জননী

• ১০০১ দিন যাপনের পদ্য

• আগুন রাঙা আগুন ঝরা অশ্রু ভেজা একটি দিন

• ভাব বৈচিত্রে রবীন্দ্রনাথ

• অপ্রিয় বচন

• লাখ টাকা

• হীরকাঙ্গুরীয়


আমরা ভুলিনি একাত্তর কিংবা একাত্তরে আমাদের মা বোনদের উপর নির্যাতনের ঘটনা। সেইসব ঘটনার একটা অংশ পাবেন রমা চৌধুরীর লেখা একাত্তরের  জননী বইটিতে। 


আপনি রমা চৌধুরীর লেখা বই পড়েছেন?

Previous Post Next Post