বিশ্বসাহিত্যে সম্মানজনক বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সংক্ষিপ্ত তালিকাভুক্ত ছয় লেখক প্রত্যেকে দুই হাজার ৫০০ পাউন্ড (চার লাখ ১০ হাজার টাকা প্রায়) এবং তাদের বইয়ের একটি বিশেষ সংস্করণ পাবেন।
চূড়ান্ত বিজয়ী বইয়ের ঘোষণা করা হবে ১০ নভেম্বর লন্ডনে। পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ৫০ হাজার পাউন্ড (৮১ লাখ ৯২ হাজার টাকা প্রায়)।
বিচারকমণ্ডলীর প্রধান বুকারজয়ী লেখক রডি ডোয়েল বলেন, উপন্যাসগুলো ‘অত্যন্ত সুন্দরভাবে লেখা এবং অত্যন্ত মানবিক।