রণাঙ্গনের দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা : তারামন বিবি



তারাবানু জন্মেছিলেন কুড়িগ্রামের চর রাজিবপুরের শংকর মাধবপুর গ্রামে। জন্মসাল ১৯৫৭, জন্মতারিখ অজানা। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র তেরো বছর। মুক্তিযুদ্ধের সময় তাদের গ্রামটি এগারো নম্বর সেক্টরের অধীনে ছিলো। তারাবানু  ক্যাম্পে রান্না বান্না করে, ধোয়া মোছা করে। ক্যাম্পে রান্নার পাশাপাশি, ধোয়ামোছা ও মাঝেমাঝে অস্ত্র সাফও করতেন। ক্যাম্পে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ। 


হটাৎ একদিন মধ্য দুপুরে সবাই খেতে বসেছে, কেবল তারাবানু চারপাশে নজর রাখছেন। তারামন সুপারি গাছের উপরে উঠে দৃষ্টি রাখছেন। হঠাৎ দেখলেন পাকিস্তানিদের একটি গানবোট দ্রুত গতিতে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে জানালেন কমান্ডারকে। সবার খাওয়া চলছে তখন। খাওয়া ছেড়ে সবাই নিজ নিজ অবস্থান নিলেন মুহূর্তের মধ্যেই। সন্ধ্যা পর্যন্ত সম্মুখ যুদ্ধ চলেছিল। তারাবানু না দেখলে মুক্তিযোদ্ধারা সেদিন মাটির সঙ্গে মিশে যেত। 


মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন আরও করেছেন গুপ্তচরের কাজ। মুক্তিযুদ্ধের এক দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা তারাবানু আজ আমাদের তারামন বিবি।

Previous Post Next Post