বাংলা একাডেমিতে বিজয় বইমেলা শুরু ১০ ডিসেম্বর

 

বিজয় বইমেলার প্রেস ব্রিফিং অনুষ্ঠান


নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিত এবং বইয়ের আয়োজনের বিস্তার ঘটানোর জন্য শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা ২০২৫’। বইমেলার আয়োজক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)। 


বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাপুস জানিয়েছে , আগামী ১০ ডিসেম্বর থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলা শুরু হবে, যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিদিন দুপুর ২টা থেকে মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। ছুটির দিন সকাল ১১টা থেকে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। ১০ ডিসেম্বর বিকাল ৪টায় হবে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। এবারের মেলায় দেশের প্রায় ২০০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। শিশুদের জন্য বিশেষ আয়োজন, মুক্তিযুদ্ধের তথ্যচিত্র প্রদর্শন, ঐতিহ্যবাহী সংগীত এবং লেখক-পাঠকের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে মেলাটি হয়ে উঠবে বাঙালির প্রাণের উৎসব ও মিলনমেলা।


সংবাদ সম্মেলনে বাপুস দেশের প্রকাশনা শিল্প ও পাঠক সৃষ্টি নিয়ে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে। বইকে শহরকেন্দ্রিক গণ্ডি থেকে বের করে গ্রামের ঘরে ঘরে ও শিক্ষাঙ্গনে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ লক্ষ্যে ২০২৬ সালে দেশের ৬৪ জেলায় এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বইমেলা আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

Previous Post Next Post